Pages

Saturday, July 3, 2010

মোবাইল ফোন থেকে ব্রাউজিং সুবিধা যুক্ত করা হল বিজ্ঞান প্রযুক্তি.com এ


আজকাল অনেকেই মোবাইল ফোন থেকে বিভিন্ন ব্লগ ব্রাউজ করে আর তাই বিজ্ঞান প্রযুক্তি.com এ যুক্ত করা হল মোবাইল ব্রাউজিং সুবিধা এখন থেকে ইউনিকোড সাপোর্টেড যে কোন মোবাইল ফোন থেকে Opera Mini অথবা ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে বিজ্ঞান প্রযুক্তি.com ব্রাউজ করা যাবে

biggan projukti mobile

আপাতত যে মোবাইল টেমপ্লেটটি ব্যবহার করা হয়েছে তা খুব একটা উন্নত মানের নয় তাই শুধুমাত্র প্রথম পাতায় থাকা সাম্প্রতিক পোস্ট সমূহ পড়া যাবে এবং মন্তব্য করা যাবে তবে খুব শীঘ্রয়ই আরও অধিক সুবিধা যুক্ত করে নতুন টেমপ্লেট ডিজাইন করা হবে এ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে বিজ্ঞান প্রযুক্তি.com এর সাথেই থাকুন …

No comments:

Post a Comment