Pages

Saturday, July 17, 2010

একটি sms দিয়েই ফেসবুক,ইয়াহু,টুইটারে স্ট্যাটাস আপডেট করুন একসাথে

ফেসবুক,ইয়াহু,টুইটার সহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় সবগুলো সাইটে আপনার আইডি আছে।কিন্তু এসব সাইটে স্ট্যাটাস আপডেট করতে আলাদা আলাদা login করতে হয়।কেমন হতো যদি এক জায়গা থেকে login করে এক স্ট্যাটাস দিয়েই সব নেটওর্য়াকে স্ট্যাটাস করতে পারতেন? হ্যা,এটাও সম্ভব।এর জন্য প্রথমে http://ping.fm/- যান।
1. প্রথমে ping.fm তে নতুন Account খুলুন ।
2. কোন কোন নেটওয়ার্ক ping.fm দ্বারা ব্যবহার করা যায় এমন একটি তালিকা দেখতে পাবেন ।
3. অন্য সাইটের account যোগ করতে "Add Network" এ যান( Twitter , Frienfeed or Facebook account যোগ করার আগে সেসব সাইটে লগইন করে নিন)।
4. account যোগ করার পর "Dashboard"-এ বাটন চাপুন ।
5. এখন "SMS / Text Messaging" তে ক্লিক করুন ।
6. এবার "Not in the US or Canada? Click here!" চাপুন ।
7.একটি নতুন পেজ আসবে।এখানে নতুন পেজ থেকে "click this link" তে ক্লিক করুন ।
8. এখন একটি কোড দেখতে পাবেন ।কোডটি +447786208201 নাম্বারে sms করুন।কোডটি activate হয়েছে কিনা চেক করতে http://ping.fm/sms/intl/ ঠিকানায় যান।যদি activate হয়ে থাকে তাহলে আপনি sms পাঠাতে পারবেন।
আপনার স্ট্যাটাসটি লিখে +447786208201 পাঠিয়ে দিলেই সব নেটওর্য়াকে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে।

No comments:

Post a Comment