Pages

Saturday, July 17, 2010

হ্যাকিং থেকে বাচার সাধারন কৌশল

কোন হ্যাকার গুপনে আপনার পিসিতে নজরদারি করছে না তো ? আপনার pc তে যদি Keylogger install হয় তাহলে হ্যাকার্রা আপনার সব তথ্য/পাসওয়ার্ড জেনে যাবে। এর অর্থ আপনি Keyboard এ যে সব সাইট এর ইউজার এবং পাসওয়ার্ড এ লগিন করবেন, তার সবই রেকর্ড হয়ে থাকবে।
Mozilla ব্যাবহারকারী Clickme নামের একটি Addon Install করে এই নজরদারি বন্ধ করতে পারেন।

এই Addon টির কাজ হলো আপনার Keystroke Encrypt করা। সুতরাং নিরাপত্তার জন্য এখান থেকে Addon টি নামিয়ে নিন- https://addons.mozilla.org/en-US/firefox/addon/3383

No comments:

Post a Comment