Pages

Saturday, July 3, 2010

৪টি ফেইসবুক স্টাইল ফ্রী ওয়ার্ডপ্রেস থীম


আপনি কি ফেইসবুকের অন্ধভক্ত? তাহলে আপনার ব্লগটিও দেখতে ফেইসবুকের মত হোক এমনটি আপনি চাইতেই পারেন। আর আপনার এই চাওয়া পূরন করার জন্যই ফেইসবুক স্টাইলের ৪টি থীম পাচ্ছেন একদম ফ্রী। ভাল মানের এই থীমগুলো আপনি সহজেই কাস্টোমাইজ করতে পারবেন

1. Facebooked

2010-06-09_231528
এই থীমটি মোটামুটি কাস্টোমাইজেবল। ৩ কলাম যুক্ত এই ফেইসবুক স্টাইলের থীমটিতে সাইডবার বক্স মুভ করার সুযোগও রয়েছে। এই বক্সগুলো এক্সপান্ড এবং কলাপস করা যাবে।
DownloadDemo

2. Smells Like Facebook

2010-06-09_231901
এটি দেখতে প্রায় পুরোপুরি ফেইসবুকের মত। এটিকে ফেইসবুকের ক্লোনও বলা যায়। ফেইসবুক প্রোফাইল পেইজের উপর বেজ করা তৈরি করা এই থীমে ২ অথবা ৩ কলাম ব্যবহারের সুযোগ রয়েছে।
DownloadDemo

3. CryBook

2010-06-09_232030
৩ কলামের ফেইসবুক স্টাইলের এই থীমটি দেখতে অনেকটা সাধারন চেহারার। তবে এতে উইজেট রেডি সাইডবার এবং কাস্টম এডমিন প্যানেল সুবিধা রয়েছে।
DownloadDemo

4. Facebook Layouts Free Wordpress Theme

2010-06-09_232208
দেখতে সুন্দর ও মানসম্মত এই থীমটিতে ৯টি কালার স্কীম রয়েছে। এটিতে ব্লগের বৈশিস্ট বজায় রেখে ফেইসবুকের স্টাইলে ডিজাইন করা হয়েছে।
DownloadDemo

No comments:

Post a Comment